৫ আগস্ট ধামরাইয়ে ফ্যাসিষ্ট সরকারের পতনে বিজয় র্যালি উদযাপন
ধামরাই(ঢাকা) প্রতিনিধি:
' পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে'
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ে বিজয় র্যালি উদযাপন করা হয়েছে ।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুসরদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
বিজয় র্যালি ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের কচমস এলাকা থেকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড হয়ে ধামরাই থানা রোড এ এসে শেষ হয়।
বক্তারা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের একযুগ পূর্ণ হয়েছে। আজকে আমাদের যেমন আনন্দের দিন তেমনি কষ্টের। বিএনপির নেতাকর্মীসহ শত শত ছাত্র জনতা ফ্যাসিবাদ সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
৫ আগষ্টের অভ্যুত্থানে সবার অংশীদারীত্বের মাধ্যমে হওয়ায় সবাইকে নিয়েই আজ বিজয় উদযাপন করা হচ্ছে বলে জানান নেতাকর্মীরা।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর নির্দেশনায় বিজয় র্যালি শেষে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফার্দুন, জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি সৌরভ আল ইসলাম অভিসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।