ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন

ধামরাই নিউজ
আগস্ট ১২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

” প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এমন স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুব ও আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রিয়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার(১২ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। তিনি বলেন, যুব শক্তি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। ১৯৭১ থেকে ২০২৪ সকল ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। গেড়ে বসা একটি শাসনতন্ত্রকে ভেঙে ফেলেছে তারুণ্য শক্তি। নদীতে যখন স্রোত আসে তখন সেই স্রোতকে কন্ট্রোল করে বিদ্যুৎ উৎপাদন করা যায় তেমনি তারুণ্য শক্তিকে কন্ট্রোল করে যেকোন উন্নয়ন কাজ করা সম্ভব। পৃথিবীর ইতিহাসে যত ধরনের উন্নয়ন মূলক কাজ হয়েছে সকল ক্ষেত্রে তারুণ্য শক্তি অবদান রেখেছে। তাই তারুণ্য শক্তিকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মো: লোকমান হোসেন ।

ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের খেলোয়াড়, সাবেক ফুটবলারসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার ক্লাবে খেলাধুলার জন্য ফুটবল, ভলিবল এবং জেলা পর্যায়ে ফুটবল, ভলিবল ও সাতারে অংশগ্রহণে বিজিতদের মধ্যে সনদ প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: