আজ ৪ আগস্ট, এক ঐতিহাসিক দিনের এক বছর পূর্ণ হলো। ঠিক এই দিনে, ২০২৪ সালে, ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছিল শত শত ছাত্র-জনতা। সেই আন্দোলনের সম্মুখভাগে ছিলেন মোঃ ইসমাইল হোসেন সুমন—ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
তীব্র দমন-পীড়নের মুখেও যার সাহসী নেতৃত্বে পালাতে বাধ্য হয় কয়েকটি পুলিশ গাড়ি। চারদিক থেকে যখন আন্দোলনকারীদের ঘিরে ফেলা হচ্ছিল, তখন ইসমাইল হোসেন সুমন জনতার হৃদয়ে সাহস জুগিয়ে দেন, দাঁড়িয়ে যান সবার সামনে।
সেই দিনের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ছাত্রদলের এই নেতাকে ঘিরে জন্ম নেয় এক প্রেরণার গল্প। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা আজও ধামরাইয়ের মানুষ ভুলতে পারেনি।
এক বছর পেরিয়ে গেলেও আজ ৪ আগস্ট, আবারো তিনি এসে দাঁড়ান সেই কালামপুর বাসস্ট্যান্ডে। হয়তো আজ চারপাশে সেই উত্তাল জনতা নেই, কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে—একজন সুমনের নাম, একটুকরো ধামরাইয়ের গর্ব।